IRCTC starts EMI: অভাবনীয় স্কিম IRCTC-র, এবার কিস্তিতে কাটা যাবে ট্রেনের টিকিট

Wednesday, October 19 2022, 10:32 am
highlightKey Highlights

ভ্রমণার্থীদের জন্য সুখবর। দূরপাল্লার দামি ট্রেনের টিকিট এবার কাটা যাবে EMI -এর মাধ্যমে।


আগের তুলনায় এখন, বিশেষত করোনা মহামারীর পরে ভ্রমণের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। যার ফলে সাধ থাকলেও অনেক ক্ষেত্রেই ঘোরার খরচ দেওয়া সম্ভব হচ্ছেনা মধ্যবিত্ত বাঙালির পক্ষে। এবার তা যাতে আর না হয়, সেদিকে নজর দিয়েছে IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)। এবার দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাবে EMI -এর মাধ্যমে। যে যাত্রীরা IRCTC র রেল কানেক্ট অ্যাপ ব্যবহার করে টিকিট কাটবেন, তাঁরা এই EMI -এর সুবিধা পাবেন। যদি কোনও ব্যক্তি সরাসরি IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই টিকিট কাটেন, সেক্ষেত্রে তিনি এই সুযোগ পাবেন না।

জানা গিয়েছে, যাত্রীদেরকে এই পরিষেবা দিতে ক্যাশি নামে একটি আর্থিক পরিষেবা সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে IRCTC -র তরফে। জানানো হয়েছে, ৩-৬ টি মাসিক কিস্তিতে (EMI) দিয়ে এই ট্রেনের টিকিট ভাড়া মেটাতে পারবেন যাত্রীরা। ধরে নেওয়া যাক কোনও ব্যক্তি, ট্রেনের টিকিট কেটেছেন ৬০০০ টাকার। সেক্ষেত্রে তিনি ৬ মাসে সেই টাকা শোধ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্য জুড়বে অতিরিক্ত সুদ। পাশাপাশি এই EMI -এর সুবিধা নিতে অতিরিক্ত কোনও ডকুমেন্টস দিতে হবে না বলেও জানানো হয়েছে। তবে এব্যাপারে সতর্কতাও অবলম্বন করতে হবে যাত্রীদের। কারণ, EMI -তে টিকিট কিনতে হলে সুদ দিতে হবে চড়া।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File