Israel Iran War | গুপ্তচর সংস্থা সদর দপ্তরে মিসাইল হামলা ইরানীয় সেনার, ইরানে আটক ২৮ ইজরায়েলি গুপ্তচর
Tuesday, June 17 2025, 2:49 pm
Key Highlightsইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে মিসাইল হামলা তেহরানের। এমনটাই দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে ইরান। সদর শহর তেল আভিভকে লক্ষ্য করে ১৫০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরানীয় সেনা। এই হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরও। ইজরায়েলি গুপ্তচরদের খোঁজে গোটা দেশজুড়ে তল্লাশি চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল। এখনও পর্যন্ত ২৮ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরানীয় সেনা। এক সন্দেহভাজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- যুদ্ধ
- ড্রোন হামলা
- শক্তিশালী মিসাইল
- হামলা

