আন্তর্জাতিক

Iran-Israel Conflict | ইজরায়েলের হামলায় মৃত্যু ইরানের সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির!

Iran-Israel Conflict | ইজরায়েলের হামলায় মৃত্যু ইরানের সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির!
Key Highlights

ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ইরানের ‘যুদ্ধকালীন চিফ অফ স্টাফ’ বা সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির!

ইরান ও ইজরায়েলের সংঘর্ষে ব্যাপক ধাক্কা খেলো তেহরান। ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ইরানের ‘যুদ্ধকালীন চিফ অফ স্টাফ’ বা সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির! মঙ্গলবার ইজরায়েলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইজরায়েলের সাম্প্রতিক হামলায় মৃত্যু হয়েছে ইরানের ‘যুদ্ধকালীন চিফ অফ স্টাফ’ বা সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির। উল্লেখ্য এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় ইরানের যত জন নেতার মৃত্যু হয়েছে তাদের মধ্যে শাদমানি হচ্ছেন সবচেয়ে উচ্চপদস্থ সামরিক কর্তা।