Iran-USA | সরাসরি হামলা? তেহরানের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী! - হুমকি ট্রাম্পের
Saturday, January 24 2026, 4:44 am

Key Highlightsমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন রণতরীর অগ্রসর হওয়ার বিষয়ে।
মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বহাল করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে লক্ষ্য করে মার্কিন রণতরীর অগ্রসর হচ্ছে। প্রত্যুত্তরে এরপরই পালটা দিল তেহরান। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই এর অধীনস্থ এক সিনিয়র অফিসার জানিয়ে দিয়েছেন, ”এবার যে কোনও হামলাকেই, সেটা সীমিত, সীমাহীন, সার্জিক্যাল, কাইনেটিক… ওরা যে নামেই ডাকুক না কেন, আমরা আমাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করব। এবং এর জবাব আমরা সম্ভাব্য কঠোরতম উপায়েই দেব।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- যুদ্ধ


