Iran-Israel | ৬টি জায়গায় মিসাইল ছুঁড়ে যুদ্ধবিরতির ঘোষণা! অবশেষে থামলো ইরান-ইজ়রায়েলের যুদ্ধ?
Tuesday, June 24 2025, 6:23 am
Key Highlightsইরানের SNN মিডিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে তেহরান শেষ রাউন্ড মিসাইল ছুড়ছে ইজ়রায়েলে।
অবশেষে কি থামলো ইরান ইজ়রায়েলের যুদ্ধ? মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, দু’পক্ষই সংঘর্ষ বিরতিতে সম্মতি দিয়েছে। কিন্তু এরপরই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ট্রাম্পের দাবি খারিজ করেন, এমনকি ইজ়রায়েলের ৬টি জায়গায় মিসাইল ছোড়ে খামেনেইয়ের দেশ। আর সেই হামলার পরই যুদ্ধবিরতির ঘোষণা করে ইরান। ইরানের SNN মিডিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে তেহরান শেষ রাউন্ড মিসাইল ছুড়ছে ইজ়রায়েলে। ইরানের সরকারি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ‘এ বার থেকে যুদ্ধ বিরতি কার্যকর হবে।’

