IPL 2025 KKR | শুরু IPL মরশুম, কবে কবে খেলবে নাইটরা? বিপক্ষে থাকবে কোন দল? রইলো পূর্ণ সূচি

Sunday, February 16 2025, 2:49 pm
highlightKey Highlights

আগের সময়সূচি অনুযায়ী ২০২৫ এর IPL মরশুম শুরু হওয়ার কথা ছিল ২১শে মার্চ। তবে সময়সূচি বদলেছে। এবারের IPL ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ হতে চলেছে ২২ মার্চ। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়েই নতুন মরসুম শুরু হবে। যদিও এখনও ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি নাইটরা। ডাগআউটে থাকবেন না গৌতম গম্ভীরও। প্রতিপক্ষ আরসিবির এবারের ক্যাপ্টেন হয়েছেন রজত পাতিদার। তবে কলকাতার নজর থাকবে একজনের দিকেই। তিনি হচ্ছেন কিং কোহলি।


আগের সময়সূচি অনুযায়ী ২০২৫ এর IPL মরশুম শুরু হওয়ার কথা ছিল ২১শে মার্চ। তবে সময়সূচি বদলেছে। এবারের IPL ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ হতে চলেছে ২২ মার্চ। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়েই নতুন মরসুম শুরু হবে। যদিও এখনও ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি নাইটরা। ডাগআউটে থাকবেন না গৌতম গম্ভীরও। প্রতিপক্ষ আরসিবির এবারের ক্যাপ্টেন হয়েছেন রজত পাতিদার। তবে কলকাতার নজর থাকবে একজনের দিকেই। তিনি হচ্ছেন কিং কোহলি।\

আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠেই অভিযান শুরু করছে কেকেআর। একঝলকে দেখে নিন কেকেআরের পূর্ণ সূচি:

Trending Updates

১) ২২ মার্চ, সন্ধে ৭.৩০= কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা

২) ২৬ মার্চ, সন্ধে ৭.৩০= রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স, গুয়াহাটি

৩) ৩১ মার্চ, সন্ধে ৭.৩০= মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, মুম্বই

৪) ৩ এপ্রিল, সন্ধে ৭.৩০= কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা

৫) ৬ এপ্রিল, বিকেল ৩.৩০= কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, কলকাতা

৬) ১১ এপ্রিল, সন্ধে ৭.৩০= চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই

 ৭) ১৫ এপ্রিল, সন্ধে ৭.৩০= পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, চণ্ডীগড়

 ৮) ২১ এপ্রিল, সন্ধে ৭.৩০= কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স, কলকাতা, সন্ধে ৭.৩০

 ৯) ২৬ এপ্রিল, সন্ধে ৭.৩০= কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস, কলকাতা

১০)  ২৯ এপ্রিল, সন্ধে ৭.৩০= দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স, দিল্লি

১১) ৪ মে, বিকেল ৩.৩০= কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, কলকাতা

১২) ৭ মে, সন্ধে ৭.৩০ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, কলকাতা

 ১৩ )১০ মে, সন্ধে ৭.৩০= সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, হায়দরাবাদ

 ১৪) ১৭ মে, সন্ধে ৭.৩০= রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স, বেঙ্গালুরু

উল্লেখ্য, ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স গ্রুপ পর্বে ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছিল। এর পর ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তারা ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হয়। এবারও তাঁর পুনরাবৃত্তি হয় কিনা দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File