খেলাধুলা

IPL 2024 | কলকাতার পর আইপিএল ২০২৪-এর প্লে অফে স্থান নিশ্চিত করলো রাজস্থান! বাকি দুই জায়গার জন্য ৫ দলের মধ্যে চলছে লড়াই!

IPL 2024 | কলকাতার পর আইপিএল ২০২৪-এর প্লে অফে স্থান নিশ্চিত করলো রাজস্থান! বাকি দুই জায়গার জন্য ৫ দলের মধ্যে চলছে লড়াই!
Key Highlights

বুধবার গুয়াহাটিতে হোম ম্যাচে নামছে রাজস্থান। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। তবে তার আগেই মঙ্গলবারই আইপিএল প্লে অফ দল হিসাবে নাম লিখিয়েছে রাজস্থান রয়্যালস।

কলকাতা নাইট রাইডার্সের পর রাজস্থান আইপিএল প্লে দ্বিতীয় দল হিসেবেঅফ (IPL Playoffs) নিশ্চিত করলো। আজ ১৫ই মে, বুধবার গুয়াহাটিতে হোম ম্যাচে নামছে রাজস্থান। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। তবে তার আগেই মঙ্গলবারই আইপিএল প্লে অফ দল (ipl playoff teams) হিসাবে নাম লিখিয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর ও রাজস্থান আইপিএল প্লেঅফ (IPL Playoffs) এ স্থান নিশ্চিত করায়, এখন আইপিএল ২০২৪ এর প্লে-অফের জন্য আর দু’টি জায়গা বাকি রয়েছে।

রাজস্থান রয়্যালসের ঝুলিতে রয়েছে ১৬ পয়েন্ট। সানরাইজার্স, চেন্নাইয়ের পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের কাছেও সুযোগ ছিল ১৬ পয়েন্টে পৌঁছনোর। সেক্ষেত্রে প্লে-অফ নিশ্চিত করতে বাকি দু-ম্যাচের অন্তত একটি জিততেই হত রাজস্থান রয়্যালসকে। ১৬ পয়েন্টের রেস থেকে ছিটকে গিয়েছে লখনউ। দিল্লি ক্যাপিটালসের কাছে শেষ ওভারে লখনউ হারতেই রাজস্থানের প্লে-অফ নিশ্চিত হয়ে যায়। আইপিএলের শুরু থেকে ধারাবাহিক ভাবে ভাল খেললেও রাজস্থান সেই ছন্দ হারিয়েছে। টানা তিনটি ম্যাচে হেরেছে তারা। আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে সঞ্জুদের। কেকেআরের পাশাপাশি রাজস্থান একমাত্র দল যারা সর্বোচ্চ ২০ পয়েন্ট পেতে পারে। ১২ ম্যাচে এখন রাজস্থানের পয়েন্ট ১৬। দু’টি দল এখনও ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তারা হল চেন্নাই এবং হায়দরাবাদ। বুধবার পঞ্জাবকে হারাতে পারলে রাজস্থানের প্রথম দুইয়ে শেষ করা প্রায় নিশ্চিত হয়ে যাবে। 

বুধবার রাজস্থান রয়্যালস তাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে লিগ পর্যায়ে নিজেদের ১৩ তম ম্য়াচে খেলতে নামছে সঞ্জু স্যামসনের দল। আজ উল্টোদিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পাঞ্জাব শিবিরে তারকা ক্রিকেটারের অভাব নেই। কিন্তু চলতি মরশুমে তাঁদের পারফরম্য়ান্স একেবারেই আশানুরুপ ছিল না। আজ রাজস্থান ও শেষ ম্য়াচে হায়দরাবাদ প্রতিপক্ষ। দুটো ম্য়াচ পরপর জিতে অন্তত ১২ পয়েন্টে টুর্নামেন্ট শেষ করতে মরিয়া প্রীতি জিন্টার ফ্র্য়াঞ্চাইজি। উল্লেখ্য, বুধবারের ম্যাচে রাজস্থান যেমন বাটলারকে পাচ্ছে না রাজস্থান, তেমনই লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডাকে পাচ্ছে না পাঞ্জাব। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে গিয়েছেন এই ক্রিকেটাররা। তবে পাঞ্জাবের পক্ষে ভালো খবর, চোট সারিয়ে দলে ফিরেছেন শশাঙ্ক সিং। বাটলারের পরিবর্তে টম কোহলার ক্যাডমোরকে খেলার সুযোগ দিতে পারে রাজস্থান। প্রসঙ্গত, টুর্নামেন্টের ইতিহাসে পঞ্জাব ও রাজস্থান শিবির এর আগে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল আইপিএলে। তার মধ্যে ১১ বার পঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছে। ১৬ বার জয় পেয়েছে রাজস্থান রয়্যালস শিবির। 

বলে রাখা ভালো, আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতলেই যে প্রথম দুই নিশ্চিত হয়ে যাবে রাজস্থান রয়্যালসের, তা অবশ্য নয়। আইপিএল প্লেঅফ যোগ্যতার দৃশ্যকল্প (ipl playoffs qualification scenario) অনুযায়ী, আজ জিতলে ১৮ পয়েন্ট হবে রাজস্থানের। অন্য দিকে, সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। তাদেরও দুটি ম্যাচ বাকি। সুতরাং, সানরাইজার্সের কাছেও সুযোগ রয়েছে ১৮ পয়েন্টে পৌঁছনোর। নেট রান রেটেও অনেকটা এগিয়ে সানরাইজার্স। আজ রাজস্থান জিতলে এবং সানরাইজার্স পরবর্তী ম্যাচে হারলে প্রথম দুই নিশ্চিত সঞ্জুদের। রাজস্থানের শেষ লিগ ম্যাচ শীর্ষে থাকা কেকেআরের বিরুদ্ধে।


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?