প্লে অফের সম্ভাবনা দ্বিগুণ বাড়ল, লিগে তৃতীয় স্থান অধিকার করতে পারে KKR

Friday, December 8 2023, 1:22 pm
highlightKey Highlights

উইলিয়মসনদের হারিয়ে প্রায় দ্বিগুণ সম্ভাবনা বাড়িয়েছে কেকেআর। বর্তমান পরিস্থিতে কেকেআর-এর প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১৮.৮ শতাংশ।


বর্তমান পরিস্তিতিতে কেকেআর সর্বোচ্চ তৃতীয় স্থানে থেকে লিগ গ্রুপ ফিনিশ করতে পারে। তবে তার জন্য কেকেআরকে বাকি সবকটা ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে। এবং যে সব দল কেকেআর-এর মতো একই পয়েন্টে থাকতে পারে, তাদের থেকে নেট রানরেট বেশি রাখতে হবে শ্রেয়সদের।

এদিকে কেকেআর-এর কাছে পরাজিত হয়ে প্লে অফের দৌড়ে বড় ঝটকা খেল হায়দ্রাবাদ। তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা বর্তমানে ১২.৫ শতাংশ। বর্তমানে মোট ৬টি দল ১৪ পয়েন্টে নিজেদের লিগ শেষ করতে পারে।

লখনউ সুপার জায়ান্টসের প্লে অফের টিকিট প্রায় পাকা। পয়েন্টের ভিত্তিতে তারা লিগের শীর্ষে থাকতে পারে তিনটি দলের সঙ্গে, দ্বিতীয় স্থানে থাকতে পারে চারটি দলের সঙ্গে বা সর্বনিম্ন তৃতীয় স্থানে থাকতে পারে তিনটি দলের সঙ্গে। রাজস্থান রয়্যালসের প্লে অফে যাওয়ার পথ বেশ সুগম। বর্তমান পরিস্থিতিতে ৯৩.৮ শতাংশ সম্ভাবনা রয়েছে যে তারা প্লে অফে নিজেদের জায়গা করে নিতে পারবে। তাদের কাছে এখনও লিগ শীর্ষে পৌঁছানোর সুযোগ রয়েছে।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File