কেকেআরের দায়িত্বে কি আর নেই? নিলামে কী বলছেন গরহাজির মালকিন জুহি চাওলা

Monday, March 21 2022, 1:19 pm
কেকেআরের দায়িত্বে কি আর নেই? নিলামে কী বলছেন গরহাজির মালকিন জুহি চাওলা
highlightKey Highlights

আইপিএল নিলামে বসছেন শাহরুখ, জুহির সন্তানরা। তাঁরা কি আগ্রহ হারাচ্ছেন? জাহ্ণবী, আরিয়ানের পর এবার নিলাম টেবলে দেখা গিয়েছে সুহানাকেও।


আইপিএলের নিলামে কেকেআর এর টেবিলে দেখা গিয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান, কন্যা সুহানা খান এবং জুহি চাওলার কন্যা জাহ্ণবী মেহতাকে। আরিয়ান এবং জাহ্ণবীকে এর আগেও আইপিএল নিলামে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি বলিউড অভিনেতাদের সন্তানরাই এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে?

ভবিষ্যত প্রজন্মের হাতে কী কেকেআরের দায়িত্বভার তুলে দিলেন কেকেআর-এর কর্ণধার শাহরুখ-জুহি

কেকেআর এর নিলামে এবার শাহরুখ বা জুহিকে দেখা যায়নি এক দিনও। অথচ কেকেআর-এর কর্ণধার তাঁরাই। শাহরুখ, জুহির অনুপস্থিতিই এই প্রশ্নকে আরও বড় করছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শাহরুখ খান। তবে অভিনেত্রী জুহি বলেছেন, ‘‘জাহ্নবী, আরিয়ান, সুহানারা শুধু কেকেআর-এর ভবিষ্যতই নয়। ভীষণ ভাবে বর্তমানও।’’

অভিনেত্রী আরও বলেছেন, ‘‘শুধুই ভবিষ্যৎ নয়, ওরা দলের বর্তমান। আমাদের বেশ মজা লাগছে দেখে। একটা সময় ওরা বাড়িতে থাকত আর আমরা টিভির পর্দায়। হঠাৎ করেই বিষয়টা বিপরীত হয়ে গিয়েছে। এখন আমি বাড়িতে বসে টিভিতে নিজের মেয়েকে দেখছি। এটা দারুণ ব্যাপার। ওদের সকলকে শুভেচ্ছা।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File