ব্যবসায়ী

Adani Group | আদানি ক্যাপিটালের ৯০ শতাংশ কিনছে আন্তর্জাতিক সংস্থা বেইন ক্যাপিটাল!

Adani Group | আদানি ক্যাপিটালের ৯০  শতাংশ কিনছে আন্তর্জাতিক সংস্থা বেইন ক্যাপিটাল!
Key Highlights

প্রায় ১৬০০ কোটি টাকা দিয়ে আদানি ক্যাপিটালের ৯০ শতাংশ কিনে নিলো আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা বেইন ক্যাপিটাল। আর্থিক পরিষেবা ব্যবসা থেকে পুরোপুরি সরে যাচ্ছেন গৌতম আদানি।

আদানি ক্যাপিটালের (Adani Capital) ৯০ শতাংশ কিনে নিলো আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা বেইন ক্যাপিটাল (Bain Capital)। ইতিমধ্যেই এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। এরপর আর্থিক পরিষেবা ব্যবসা থেকে পুরোপুরি সরে যাচ্ছেন গৌতম আদানি (Gautam Adani)। ওই সংস্থায় তাঁর পরিবারের ব্যক্তিগত লগ্নির পুরোটা কিনে নেবে বেইন সংস্থা। 

সূত্রের খবর, আমেরিকার বিনিয়োগ সংস্থা বেইন ক্যাপিটাল আদানি গ্রুপের (Adani Group) নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স ব্যবসা আদানি ক্যাপিটালের ৯০ শতাংশ কিনে নিয়েছে। কোম্পানি অধিগ্রহণের পর ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এই আন্তর্জাতিক সংস্থা। এই বিষয় সংক্রান্ত এক রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির লেনদেন সম্পন্ন হবে চলতি অর্থবছরের চতুর্থ কোয়ার্টারের মধ্যেই।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট মহলের মতে হিন্ডেনবার্গের রিপোর্টে (Hindenburg Report) আদানি গোষ্ঠীর সংস্থাগুলির বিরুদ্ধে শেয়ার দরে প্রতারণার অভিযোগ সামনে আসার পর সংস্থার ভাবমূর্তি পুনরায় ভালো করতে উঠে পরে লেগেছেন গৌতম আদানি। এছাড়াও, আদানি গ্রুপটি নাভি মুম্বই বিমানবন্দর (Navi Mumbai Airport) এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের (Ganga Expressway) মতো বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে জড়িত। পাশাপাশি, সম্প্রতি মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) কাছ থেকে আদানি গ্রুপ ধারাভি বস্তির (Dharavi Basti) পুনঃনির্মাণের বরাতও পেয়েছে। ফলে এই পরিস্থিতিতে বিপুল পরিমান অর্থের প্রয়োজন আদানি গ্রূপের। আর এই সমস্যার সুরাহার জন্যই নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স ব্যবসা বন্ধের পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি। 

আদানি ক্যাপিটাল হলো মূলত আদানি গ্রুপের একটি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি। তবে ছ’বছর আগে সেটি চালু হওয়ার পরে আর্থিক পরিষেবার ক্ষেত্রে তেমন ছাপ ফেলতে পারেনি। সংস্থার ভবিষ্যতের জন্য আদানি গ্রুপের এই সংস্থাটি বিনিয়োগকারীদের কাছ থেকে ১,৫০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিল। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্টের ৭ মাসের মাথায় আসে অধিগ্রহণের খবর। ২০১৭ সাল থেকে লোন দেওয়ার কাজে নামে সংস্থাটি। মূলত ছোট শিল্পে এবং কম দামি বাড়ির জন্য ঋণ দিত এই সংস্থা। তবে চলতি বছরের প্রথম মাসে আমেরিকান শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গের রিপোর্টে (American Short Selling Firm Hindenburg) বড় ধাক্কা খায় কোম্পানি। ওই রিপোর্টের দাবি,আদানি গ্রুপ, কারসাজি ও জালিয়াতির মাধ্যমে নিজেদের শেয়ারের দাম বাড়িয়ে রেখেছে। এরপরেই শেয়ার বিক্রি করতে শুরু করেন বিনিয়োগকারীরা।

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরেই সংস্থার সুনাম ফেরাতে নানান পদক্ষেপ নিচ্ছে গ্রূপটি। ঋণ পরিশোধ করার পাশাপাশি একাধিক প্রজেক্ট থেকেও সরে এসেছে সংস্থাটি। এবার আদানি গ্রুপের নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স ব্যবসা আদানি ক্যাপিটাল, আদানি হাউজিংও বিক্রি করা হলো। জানা গিয়েছে, আদানির এনবিএফসি-র (NBFC) ৯০ শতাংশ শেয়ার থাকবে বেইন ক্যাপিটালের কাছে ও বাকি ১০ শতাংশ শেয়ার থাকবে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গৌরব গুপ্তার (Gaurav Gupta) কাছে। সূত্রের খবর, প্রায় ১৬০০ কোটি তাকে সংস্থাটিকে কিনে নিতে চলেছে বেইন ক্যাপিটাল।


Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
Hair Mask | গরমে তাপ, ধুলো থেকে রক্ষা করুন চুল! বাড়িতে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করে রুক্ষ-শুষ্ক চুলকে করে তুলুন প্রাণোজ্জ্বল!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
আজকের সেরা খবর | কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাড়ছে উদ্বেগ! কোভিডের সব টিকা পর্যালোচনা করার আর্জি!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য