আন্তর্জাতিক

মাত্র ৪৫ দিনের ব্যবধানে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন

মাত্র ৪৫ দিনের ব্যবধানে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন
Key Highlights

গত দেড় মাস আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন লিজ ট্রাস। এরমধ্যেই নিজের দায়িত্ব পালনে সফল না হওয়ায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

বরিশ জনসনের পরেই নির্বাচন জয় পেয়েই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন Liz Truss। কিন্তু একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে পড়তে হচ্ছিল তাঁকে। বিশেষ করে ব্রিটেনের অর্থনীতি সামলাতে হিমশিম খেতে হয় Liz Truss।

ইস্তফা দিলেও আপাতত পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত সকল দায়িত্ব পালন করবেন Liz Truss

বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে হঠাৎ করেই ইস্তফা দিলেন Liz। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনকি তাঁর নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত রীতিমত সে দেশে সমালোচনার মধ্যে পড়ে। ফলে চাপ বাড়ছিল। তবে প্রধানমন্ত্রীর পদ Liz-এর পদত্যাগের পরেই ফের ব্রিটেনে ভোটের দামামা।

আগামী সপ্তাহেই নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সে দেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাবেন Liz Truss। তবে ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডির সঙ্গে নির্বাচন এবং পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়া নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন Liz Truss।

আজ বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে আসেন Liz। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং ইস্তফা দেওয়ার কথা জানান। আর এরপরেই রীতিমত ব্রিটেনের রাজনীতি হৈহৈ বেঁধে যায়। বলে রাখা প্রয়োজন, ব্রিটেনের মসনদে মাত্র ৪৫ দিনের জন্যে বসেন Liz। সে দেশের ইতিহাসে সবথেকে কম সময়ের জন্যে প্রধানমন্ত্রীও তিনি।

অন্যদিকে শুধু Liz-ই নয়, ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ব্রেভারম্যান। তবে লিজের আগেই তিনি পদত্যাগ করেন বলে খবর। আর সেই সময় থেকেই জল্পনা তৈরি হচ্ছিল যে সম্ভবত প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন লিজ। আর এরপরেই ইস্তফা দেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে কার্যত দেড় মাস আগেই প্রধানমন্ত্রী পদে বসেন Liz Truss।


Adani | আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা আদানি সংস্থার, আনা হচ্ছে না ৬০০ মিলিয়ন ডলারের বন্ড
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download