Bangladesh | বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিলো অন্তর্বর্তী সরকার

Wednesday, September 18 2024, 9:18 am
highlightKey Highlights

বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে সরকার। অর্থাৎ প্রয়োজনে তাঁরা গ্রেফতার, মামলা দায়ের কিংবা ছোটখাটো বিচারও করতে পারবেন।


বাংলাদেশে এখনও রয়েছে ইউএনের প্রতিনিধিদল। এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে সরকার। অর্থাৎ প্রয়োজনে তাঁরা গ্রেফতার, মামলা দায়ের কিংবা ছোটখাটো বিচারও করতে পারবেন। ঢাকা সহ গোটা দেশে মঙ্গলবার রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল অন্তর্বর্তী সরকারের নির্দেশে। আগামী দু’মাস এই বিশেষ ম্যাজিস্ট্রেট পাওয়ার ভোগ করবে সেনাবাহিনী। সরকারি সূত্রের দাবি, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’-এর ১২ (১) ধারা অনুযায়ী, নিজ কর্মক্ষেত্রে আগামী দু’মাসের জন্য সেনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File