Bangladesh-Pakistan | পাকিস্তানিদের সহজে ভিসা দেওয়ার নির্দেশ! দূতাবাস ও ডেপুটি হাই কমিশনগুলোতে চিঠি দিলো ইউনুসের সরকার
Thursday, December 5 2024, 6:30 am

বিশ্বের যেকোনও প্রান্তে থাকা পাকিস্তানের নাগরিকরা যেন সহজে বাংলাদেশের ভিসা পান সেই নির্দেশ জারি করেছে ঢাকা।
পাকিস্তানিদের স্বাগত জানাচ্ছে মহম্মদ ইউনুসের সরকার। বিশ্বের যেকোনও প্রান্তে থাকা পাকিস্তানের নাগরিকরা যেন সহজে বাংলাদেশের ভিসা পান সেই নির্দেশ জারি করেছে ঢাকা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে বিদেশমন্ত্রকের কাছে এক চিঠি পাঠিয়ে বলা হয়েছে, পাকিস্তানিদের জন্য যেন বাংলাদেশের ভিসা পাওয়া সহজতর করা হয়। এমনকি পাকিস্তানি বংশোদ্ভূতদেরও যাতে ভিসা পেতে কোনও অসুবিধা না হয় সেই বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এই নির্দেশিকা সমস্ত বাংলাদেশি দূতাবাস এবং ডেপুটি হাই কমিশনগুলোর জন্য জারি করা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মহাম্মদ ইউনূস