Indus Water Treaty | স্থগিত থাকবে সিন্ধু জলচুক্তি! অবস্থান বদলাবে না ভারত! পাকিস্তানকে সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী!

ভারতের বিদেশমন্ত্রী জানিয়ে দিলেন, ভারত তার অবস্থান বদলাবে না। তাঁর কথায়, কাশ্মীর নিয়ে একটাই বিষয়ে আলোচনা হতে পারে, সেটা হল পাক অধিকৃত কাশ্মীর খালি করা।
পাকিস্তানের কাছে কোনোভাবেই নরম হবে না ভারত! এই কথা সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সিন্ধু জলচুক্তি রদ করা নিয়ে ভারতকে পুনর্বিবেচনা করার অনুরোধ করে পাকিস্তান। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী জানিয়ে দিলেন, ভারত তার অবস্থান বদলাবে না। তাঁর কথায়, কাশ্মীর নিয়ে একটাই বিষয়ে আলোচনা হতে পারে, সেটা হল পাক অধিকৃত কাশ্মীর খালি করা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী বলেন, “সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত। যতদিন না সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান, ততদিন এই চুক্তি স্থগিত থাকবে।”
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- এস জয়শঙ্কর
- ভারতীয় বিদেশমন্ত্রী