Indigo Flight | ফের অমানবিকতার পরিচয় দিলো পাকিস্তান! বিপদে পড়া ইন্ডিগোর বিমানকে সাহায্য করলো না পাকিস্তান!

Friday, May 23 2025, 6:23 am
highlightKey Highlights

প্রবল শিলাবৃষ্টির কবলে পড়েছিল ইন্ডিগো সংস্থার ফ্লাইট ৬ই২১৪২। সেই সময় নিরুপায় হয়ে পাইলট টারব্যুল্যান্স এড়াতে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে আবেদন করেছিল ওই বিমানের পাইলট।


ব্যাপক বিপদের সময়ও সাহায্য করলো না পাকিস্তান। বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে প্রবল শিলাবৃষ্টির কবলে পড়েছিল ইন্ডিগো সংস্থার ফ্লাইট ৬ই২১৪২। সেই সময় নিরুপায় হয়ে পাইলট টারব্যুল্যান্স এড়াতে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে আবেদন করেছিল ওই বিমানের পাইলট। পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারলে বিপদ কেটে যেত। কিন্তু ভারতীয় উড়ান সংস্থাকে সাহায্য করতে অস্বীকার করে পাকিস্তান। ফলে ভয়ঙ্কর এয়ার টারব্যুল্যান্সের মধ্যেই পূর্ব নির্ধারিত পথে বিমানটিকে এগিয়ে যান পাইলট। ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File