Jamshed J Irani passes away at 85 : চলে গেলেন ভারতের ‘স্টিল ম্যান’, শিল্পপতি জামশেদ ইরানি

Tuesday, November 1 2022, 10:07 am
highlightKey Highlights

প্রয়াত শিল্পপতি জামশেদ জে ইরানি টাটা স্টিলের সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন। তিনি ২০১১ সালে টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন।


টাটা স্টিল জানিয়েছে, ভারতের স্টিলম্যান হিসেবে পরিচিত জামশেদ জে ইরানি সোমবার গভীর রাতে জামশেদপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বলা বাহুল্য কেবল টাটা স্টিল নয়, দেশের গোটা শিল্পমহল ইরানির মৃত্যুতে শোকস্তব্ধ।

ইরানি টাটা স্টিলের সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন। তিনি জুন ২০১১ সালে টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন, ৪৩ বছরের একটি উত্তরাধিকার রেখে যান, যা বিভিন্ন ক্ষেত্রে তাকে এবং কোম্পানির আন্তর্জাতিক প্রশংসা অর্জন করে।

Trending Updates

পদ্মভূষণ জামশেদ জে ইরানির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ভারতের ‘স্টিল ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর পরিবার এবং নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সংস্থা টাটা স্টিল।

শোক প্রকাশ করে টাটা স্টিল টুইট করে জানিয়েছে 

২রা জুন, ১৯৩৬ সালে নাগপুরে জিজি ইরানি এবং খোরশেদ ইরানির জন্ম, ড. ইরানি ১৯৫৬ সালে নাগপুরের সায়েন্স কলেজ থেকে বিএসসি এবং ১৯৫৮ সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে এমএসসি সম্পন্ন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে জেএন টাটা স্কলার হিসেবে যান, যেখানে তিনি ১৯৬০ সালে ধাতুবিদ্যায় স্নাতকোত্তর এবং ১৯৬৩ সালে ধাতুবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৬৩ সালে শেফিল্ডে ব্রিটিশ আয়রন অ্যান্ড স্টিল রিসার্চ অ্যাসোসিয়েশনের সাথে তার পেশাগত কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু সর্বদা জাতির অগ্রগতিতে অবদান রাখতে আগ্রহী ছিলেন। তিনি ১৯৬৮ সালে দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে (বর্তমানে টাটা স্টিল) যোগদানের জন্য ভারতে ফিরে আসেন এবং ১৯৬৮ সালে গবেষণা ও উন্নয়নের দায়িত্বে থাকা পরিচালকের সহকারী হিসাবে ফার্মে যোগদান করেন।

তিনি ১৯৭৮ সালে জেনারেল সুপারিনটেনডেন্ট, ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার এবং ১৯৮৫ সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন। ২০১১ সালে অবসর নেওয়ার আগে তিনি ১৯৮৮ সালে টাটা স্টিলের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৯২ সালে ব্যবস্থাপনা পরিচালক হন।

তিনি ১৯৮১ সালে টাটা স্টিলের বোর্ডে যোগদান করেন এবং ২০০১ থেকে এক দশকের জন্য একজন অ-নির্বাহী পরিচালক ছিলেন। টাটা স্টিল এবং টাটা সন্স ছাড়াও, ডঃ ইরানি টাটা মোটরস এবং টাটা টেলিসার্ভিস সহ বেশ কয়েকটি টাটা গ্রুপ কোম্পানির পরিচালক হিসাবেও কাজ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File