India stopped buying Russian Oil | ট্রাম্পের হুমকির জের! রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রীয় শোধনাগারগুলি গত সপ্তাহে রাশিয়ার তেল কেনেননি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রীয় শোধনাগারগুলি গত সপ্তাহে রাশিয়ার তেল কেনেননি। এই তালিকায় রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড। বিকল্প হিসেবে তাঁরা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুরবান ও পশ্চিম আফ্রিকার তেলের দিকে ঝুঁকেছে। যদিও কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।