দেশ

Jhulan Goswami (Women cricketer) : ঝুলনদির জন্যই খেলছি, বললেন স্মৃতিরা

Jhulan Goswami (Women cricketer) : ঝুলনদির জন্যই খেলছি, বললেন স্মৃতিরা
Key Highlights

বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলে অবসর নেবেন ঝুলন গোস্বামী। তাই তাঁর জন্য এই সিরিজ স্মরণীয় করে রাখতে চায় ভারতের মহিলা দল।

প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর স্মৃতি মন্ধানা জানালেন, ঝুলনের জন্যই এই সিরিজে খেলছেন তাঁরা।জনপ্রিয় ক্রিকেটার ঝুলন গোস্বামী নিজে এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কিছু না বললেও অনেকে বলছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলেই ক্রিকেটের জুতো তুলে রাখবেন। তাই এই সিরিজকে স্মরণীয় করে রাখতে চান ভারতীয় মহিলা দলের সকল ক্রিকেটাররা। 

ম্যাচের সেরার পুরস্কার ঝুলনকে উৎসর্গ করেন স্মৃতি। তার পরে তিনি বলেন, ‘‘এই সিরিজটা ঝুলনদির জন্য। এই সিরিজে আমরা যা খেলব, সব ঝুলনদির জন্য। প্রথম ম্যাচে ঝুলনদি দুর্দান্ত বল করেছে। ওর জন্য এই সিরিজ স্মরণীয় করে রাখতে চাই।’’

ঝুলনকে নিয়ে আবেগপ্রবণ ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও। তিনি বলেছেন, ‘‘ভারতের হয়ে আমার অভিষেকের সময় অধিনায়ক ছিল ঝুলন। ওর শেষ এক দিনের ম্যাচের সময় আমি অধিনায়ক। এটা আমার সৌভাগ্য। শেষ সিরিজটা ঝুলন যাতে স্মরণীয় করে রাখতে পারে, সে জন্য আমরা সব রকম চেষ্টা করব।’’

টানা দু’তিন ঘণ্টা বোলিং করতে পারে এখনও! আমাদের কাছে ঝুলন এক দুর্দান্ত উদাহরণ। ওর সঙ্গে একই দলে খেলতে পারা দারুণ অভিজ্ঞতা। প্রতিটা ম্যাচের আগে নিজেকে যে ভাবে প্রস্তুত করে, তা শেখার মতো। আমি ভাগ্যবান যে ওকে এত কাছ থেকে দেখার এবং ওর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার সুযোগ পেয়েছি।

Harmanpreet Kaur (Indian cricketer)

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১০ ওভার বল করে ২০ রান দেন ঝুলন, একটি উইকেটও নেন। এখনও পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে কম রান দিয়েছেন তিনি। তাঁর দাপটেই পাওয়ার প্লে-তে বেশি রান করতে পারেনি ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে তাদের ইনিংস শেষ হয় ২২৭ রানে। জবাবে স্মৃতির দাপটে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। স্মৃতি ৯১ রান করেন। মাত্র ন’রানের জন্য শতরান হাত ছাড়া করেন ভারতীয় ওপেনার। যষ্টিকা ভাটিয়া করেন ৫০ রান। শেষ পর্যন্ত থেকে ভারতকে ম্যাচ জেতান অধিনায়ক হরমনপ্রীত। তিনি অপরাজিত থাকেন ৭৪ রানে।


Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali