Women’s Cricket: শ্রীলঙ্কার ম্যাচ দেখা যাবে না টিভিতে! কিন্তু কেন?

Wednesday, June 22 2022, 10:41 am
highlightKey Highlights

ক্রীড়া অনুরাগীদের মধ্যে পুরুষ দলের ক্রিকেট নিয়ে আগ্রহ থাকলেও শ্রীলঙ্কায় মহিলা দলের ক্রিকেট নিয়ে তেমন কোনও উৎসাহ না থাকার দরুন ভারতের বিরুদ্ধে সিরিজ টিভিতে দেখানো হবে না।


ভারতের মহিলা ক্রিকেট দল সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে। আগামী ২৩শে জুন, বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই শিরিজ। তবে ভারতের কোনও টিভি চ্যানেলে সেই সিরিজ দেখা যাবে না। মহিলা ক্রিকেট দলের ম্যাচকে গুরুত্ব না দেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে ক্রিকেট সমর্থকদের। ফলে অনেকেই রাগ উগরে দিচ্ছেন বিসিসিআইয়ের উপরে। যদিও এ বার মহিলা দলের ম্যাচ দেখানোর ক্ষেত্রে কোনও ভূমিকা নেই ভারতীয় বোর্ডের।

মহিলা ক্রিকেট দলের খেলা দেখেন এমন ভক্তদের হতাশ হতে হবে। টিভি তো বটেই, কোনও ওটিটি প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ নেই। টি-টোয়েন্টি ম্যাচগুলি ডাম্বুলা এবং এক দিনের ম্যাচগুলি পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে। আসলে শ্রীলঙ্কা মহিলা দলের ক্রিকেট ম্যাচ দেখানো নিয়ে সে দেশের কোনও সম্প্রচারকারী চ্যানেল উৎসাহিত নয়। যেহেতু সিরিজ শ্রীলঙ্কায় হচ্ছে, তাই ম্যাচ দেখানোর স্বত্ব তাদের হাতেই রয়েছে। তবে কোনও সংস্থাই সেই স্বত্ব কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি।

Trending Updates

বিশেষজ্ঞদের ধারণা, শ্রীলঙ্কায় এখন যে রাজনৈতিক জরুরি পরিস্থিতি চলছে, তাতে মহিলা ক্রিকেট দলের ম্যাচ নিয়ে কেউ উৎসাহিত হবেন না।  ফলে মহিলাদের খেলা দেখানোর স্বত্ব কিনতে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করছেন অনেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File