'কাজ-জীবনের ভারসাম্যের অভাব'..পুরুষদের তুলনায় বেশি মানসিক চাপে থাকেন ভারতীয় মহিলারা! জানালো সমীক্ষা

Monday, July 22 2024, 7:54 am
highlightKey Highlights

YouDost-এর 'Emotional Wellness State of Employees' সমীক্ষা অনুযায়ী, 'কাজ-জীবনের ভারসাম্যের অভাবে'র ক্ষেত্রে ভারতীয় মহিলারা ভারতীয় পুরুষদের তুলনায় বেশি মানসিক চাপে থাকেন।


YouDost-এর 'Emotional Wellness State of Employees' সমীক্ষা অনুযায়ী, 'কাজ-জীবনের ভারসাম্যের অভাবে'র ক্ষেত্রে ভারতীয় মহিলারা ভারতীয় পুরুষদের তুলনায় বেশি মানসিক চাপে থাকেন। সমীক্ষায় জানা গিয়েছে, প্রায় তিন চতুর্থাংশ মহিলা উচ্চ স্ট্রেসে আক্রান্ত ৷ এক্ষেত্রে পুরুষদের সংখ্যা ৫৩.৬৪%। অন্যদিকে, ২০% মহিলা সর্বদা অবসাদ অনুভব করে থাকেন। এক্ষেত্রে পুরুষদের সংখ্যা ৯.২৭%। এছাড়াও কর্মরত ব্যক্তিদের ২১-৩০ বছর বয়সীদের মধ্যে ৬৪.৪২% উচ্চ মানসিক চাপ এবং ৪১-৫০ বছর বয়সীরা তুলনামূলক কম মানসিক চাপ অনুভব করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File