Rohan Bopanna | দু’দশকের টেনিসজীবনকে বিদায়, ৪৫ বছর বয়সে ব়্যাকেট নামালেন কিংবদন্তি রোহন বোপান্না

Saturday, November 1 2025, 1:24 pm
highlightKey Highlights

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ভারতের টেনিস কিংবদন্তি রোহন বোপান্না (Rohan Bopanna)।


৪৫ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ভারতের টেনিস কিংবদন্তি রোহন বোপান্না। প্যারিস মাস্টার্স ১০০০এ আলেকজান্ডার বুবলিক-এর সঙ্গে জুটি বেঁধে জীবনের শেষ প্রতিযোগিতা খেললেন বোপান্না। ৪৩ বছর ১১ মাস বয়সে অস্ট্রেলিয়া ওপেন গ্র্যান্ডস্লাম জিতে পুরুষদের মধ্যে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জেতা প্রথম প্লেয়ার হয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখলেন,  “২০ বছরের অবিশ্বাস্য যাত্রার পর অবশেষে র‍্যাকেট নামানোর সময় এসেছে। যখন আমি এটি লিখছি, তখন আমার হৃদয় ভারী এবং কৃতজ্ঞতা উভয়ই অনুভূত হচ্ছে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File