খেলাধুলা

Lakshya Sen | স্ট্রেট গেমে কানাডা ওপেনের 'লক্ষ্য জয়' ভারতী শাটলার লক্ষ্য সেনের!

Lakshya Sen | স্ট্রেট গেমে কানাডা ওপেনের 'লক্ষ্য জয়' ভারতী শাটলার লক্ষ্য সেনের!
Key Highlights

কানাডা ওপেনের ফাইনালে স্ট্রেট গেমের খেতাব জিতলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেংকে হারিয়ে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লক্ষ্যের।

ভারতের মুকুটে ফের নয়া পালক। কানাডা ওপেনের (Canada Open) ফাইনালে স্ট্রেট গেমে খেতাব জিতলেন লক্ষ্য সেন (Lakshya Sen)।  অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেংকে (All England Champion Li Shi Feng) হারিয়ে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লক্ষ্যের। উল্লেখ্য, চলতি বছরে এটাই লক্ষ্যের প্রথম টাইটেল জয়। ম্যাচের স্কোরলাইন ভারতীয় শাটলারের পক্ষে ২১-১৮, ২২-২০।

কানাডা ওপেনে (Canada Open 2023) ভারতীয়দের হতাশ করেছিল অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু (PV Sindhu)। সেমিফাইনালেই সরে যান সিন্ধু। বিশ্বের এক নম্বর মহিলা শাটলার একানে ইয়ামাগুচির (Akane Yamaguchi)  বিরুদ্ধে ১৪-২১, ১৫-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত হন সিন্ধু। ফলে টুর্নামেন্টে একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন লক্ষ্য সেন। রবিবার জাপানের কেন্টা নিশিমোতোকে (Kenta Nishimoto) হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠেন লক্ষ্য। এরপর আজ প্রতিপক্ষ লি শি ফেংকে ২১-১৮, ২২-২০ স্ট্রেট গেমে হারিয়ে জয়ের তাজ তুলে নেন তিনি।

উল্লেখ্য, এটি লক্ষ্যর কেরিয়ারের দ্বিতীয় বিডব্লুএফ ওপেন (BWF Open ) খেতাব। এর আগে ২০২২ সালে অর্থাৎ গত বছর ইন্ডিয়া ওপেন (Indian Open)  জিতে প্রথম বার বিডব্লিউএফ সুপার ৫০০ ইভেন্টে জয় পান ভারতীয় শাটলার। বিশ্বের চতুর্থ পুরুষ শাটলার কুনলাভূতকে রাউন্ড অফ ৩২-এ হারান লক্ষ্য। এরপর জাপানের কেন্তো নিশিমতোকে পরাজিত করেন তিনি। বিশ্বের ১১ নম্বর কেন্তোকেই হারিয়েই আগের বছর পর নিজের প্রথম বিডব্লুএফ টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেন লক্ষ্য। সেমিফাইনালেও স্ট্রেট গেমে জয় পান বিশ্বের ১৯ নম্বর শাটলার লক্ষ্য। সেই ম্যাচের স্কোরলাইন ছিল ২১-১৭, ২১-১৪।

লক্ষ্যর 'লক্ষ্যভেদের' পর স্বাভাবিকভাবেই উচ্ছাস গোটা দেশ জুড়ে। উচ্ছসিত খোদ ভারতীয় তারকা শাটলারও। দীর্ঘদিন পর বিডব্লুএফ খেতাব জিতে নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, কখনও কখনও কঠিন লড়াইয়ের পরের জয়টা সবথেকে মিষ্টিমধুর হয়।

কখনও কখনও কঠিন লড়াইয়ের পরের জয়টা সবথেকে মিষ্টিমধুর হয়। অবশেষে অপেক্ষার অবসান ঘটল এবং কানাডিয়ান ওপেন জিতে আমি উচ্ছ্বসিত। এই অনুভূতি আমি ভাষায় ব্যক্ত করতে পারব না।

লক্ষ্য সেন, ভারতীয় শাটলার

প্রসঙ্গত, গত অগাস্ট মাসের পরেই নাকে অস্ত্রোপ্রচার করান ভারতীয় শাটলার লক্ষ্য সেন। সেই অস্ত্রোপ্রচার করার পর বেশ কিছুটা সময় কোর্ট থেকে বিরতিনিতে হয় লক্ষ্যকে। গত অগাস্টে বার্মিংহ্যামের কমনওয়েলথ গেমসেই (Commonwealth Games in Birmingham) শেষবার তাঁকে দেখা গিয়েছিল। তারপর  নিজের ফর্মে ফিরতে বেশ অসুবিধা হয় লক্ষ্যর। একাধিক টুর্নামেন্টে একেবারে শুরুর দিকেই বেরিয়ে যেতে হয় তাকে। তবে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে পৌঁছে ধীরে ধীরে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। এবার  কানাডা ওপেনের ফাইনালে স্ট্রেট গেমে জয়ের খেতাব পেয়ে নিজের ক্ষমতা বুঝিয়ে দিলেন সকলকে।


MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo