বর্তমানে বাজারে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখলেও, বুধবারে ফের পড়ল শেয়ার বাজার। তবে এরমধ্যেই বিনিয়োগকারীদের আশা দেখাতে পারে Rail Vikas Nigam Limited-এর শেয়ার।
বর্তমানে শেয়ার বাজারের অবস্থা বিশেষ ভালো নয়। বিগত সাত দিন ধরে ক্রমাগত নিম্নমুখী হচ্ছে সেনসেক্স ও নিফটি ৫০। এমতাবস্থায় বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখ দেখছেন। সকলেই এমন একটি শেয়ারে বিনিয়োগ করতে চাইছেন, যেখানে ঝুঁকি কম পাশাপাশি লাভের মার্জিন থাকবে।
রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারের কথা নিয়ে এখানে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় রেলের তালিকাভুক্ত সংস্থা Rail Vikas Nigam Limited-এর স্টকের দাম বাড়তে চলেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্টকটি অদূর নিকটেই ৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে। ব্রোকারেজ হাউস IDBI ক্যাপিটাল জানিয়েছে, Rail Vikas Nigam Limited-এর শেয়ারের দর ৪২ টাকা পর্যন্ত যেতে পারে। এই মুহূর্তে BSE সূচকে এই স্টকটি রয়েছে ৩০ টাকায়।
এই শেয়ারের বর্তমান দাম ৩০ টাকা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্টকটির দাম ১২ টাকা বাড়তে পারে। সেক্ষেত্রে ৪০ থেকে ৪৫ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। ফলে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলি এই স্টকটিকে কেনার পরামর্শ দিচ্ছে। Rail Vikas Nigam Limited-এর মার্কেট ক্য়াপিটাল ৬,২৫৫ কোটি টাকা।
বর্তমানে Rail Vikas Nigam Limited, Mahanadi Coalfields-সহ একাধিক কোম্পানির সঙ্গে চুক্তি করছে। কোম্পানিটি একাধিক বিডের জন্যও ঝাঁপাচ্ছে। এমন পরিস্থিতিতে শীঘ্রই শেয়ারদর বাড়তে পারে।
- Related topics -
- দেশ
- অর্থনৈতিক
- পরিবহন
- ভারতীয় রেল
- শেয়ার বাজার