পরিবহন

বড় সিদ্ধান্ত রেলের, পুরী পর্যন্ত ছুটবে আরও দুটি ট্রেন!

বড় সিদ্ধান্ত রেলের, পুরী পর্যন্ত ছুটবে আরও দুটি ট্রেন!
Key Highlights

খুব শীঘ্রই পুরী পর্যন্ত ছুটতে চলেছে টাটানগর-জম্মু তাউই এবং সম্বলপুর জম্মু তাউই।

এখন থেকে আরও দুটি এক্সপ্রেস ট্রেন ভুবনেশ্বর-পুরী(Puri Train) পর্যন্ত যাবে। ওড়িশার অনেক সাংসদ দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ট্রেন চালানোর দাবি করে আসছিলেন, এবার সেই দাবিই পূরণ হওয়ার পথে।

টাটানগর-জম্মু তাউই এবং সম্বলপুর জম্মু তাউই এক্সপ্রেস এই দুটি ট্রেনকে পুরী পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হচ্ছে। শীতকালীন সময়ে কুয়াশা পড়ে, তাই এই কুয়াশার সময় কেটে গেলেই এই এক্সপ্রেস ট্রেন দুটি পুরী পর্যন্ত চলবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এর ফলে ঝাড়খণ্ড ও ওড়িশার যাত্রীরা দারুণ ভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

আগামী দিনে স্টেশনে উন্নত সুবিধার জন্য এবং স্টেশনগুলির পুনর্নবীকরণ করতে অতিরিক্ত টাকা দিতে হবে যাত্রীদের। ট্রেনের ক্লাস ওয়াইজ এই ফি আদায় করা হবে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে এসি (AC) ক্লাসের যাত্রীদের থেকে নেওয়া হবে ৫০ টাকা, স্লিপার ক্লাসের জন্য ২৫ টাকা ও অসংরক্ষিত ক্লাসের জন্য সর্বনিম্ন ১০ টাকা করে চার্জ নেওয়া হবে। তবে সব যাত্রীদের থেকে এই চার্জ নেওয়া হবে না। যে স্টেশনগুলিতে এই উন্নত সুযোগ সুবিধা পাওয়া যাবে সেখানকার যাত্রীদেরই অতিরিক্ত অর্থ দিতে হবে। 


Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!
Chhattisgarh | ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ! অভিযুক্ত ১৩ বছরের নাবালক!
Billiards | বিলিয়ার্ডসে জয়জয়কার কলকাতার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন কলকাতার সৌরভ কোঠারি!
Cleiton Silva | কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলার জের! ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করলো ইস্টবেঙ্গল!
Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!