Special Train For Vote | ভোটকর্মীদের জন্য নির্বাচনের দিন চলবে বিশেষ ট্রেন! ভারতীয় রেলের তরফে দেওয়া হলো তালিকা!
প্রত্যন্ত গ্রাম এলাকায় ভোটের কাজ করে বাড়ি ফেরা নিয়ে বেশ চিন্তায় থাকেন ভোটকর্মীরা। এই বিষয় মাথায় রেখেই পঞ্চায়েত নির্বাচনের দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত।
আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এরপরেই এক দফায় রাজ্যজুড়ে আয়োজিতও হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। আসন্ন নির্বাচন নিয়ে শুরু থেকেই গোটা পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়ে হয়েছে নানা সংঘর্ষ, খুন। এখনও পর্যন্ত সেই উত্তাপের রেশ কাটেনি। নির্বাচনের আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাস্তায় কমেছে বাস, অটো। তবে নির্বাচনের দিন যাতে ভোটকর্মীদের হয়রানির শিকার না হতে হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিলো ভারত রেল (Indian Railways)।
আগামী রবিবার অর্থাৎ ৯ই জুলাই, পঞ্চায়েত নির্বাচনের দিন যাতে ভোটকর্মীরা সুষ্ঠুভাবে কাজ করতে আসতে পারেন এবং ভোটের কাজ শেষ করে ঠিকমতো বাড়ি ফিরতে পারেন তার জন্য নির্দিষ্ট ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল (Eastern Railway)। ইস্টার্ন রেলের শিয়ালদহ ডিভিশনের (Eastern Railway's Sealdah Division) তরফ থেকে জানানো হয়েছে, আগামী শনি এবং রবিবার অর্থাৎ ৮ই ও ৯ই জুলাই নির্বাচন উপলক্ষে চালানো হবে বিশেষ তিনটি ট্রেন। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার (Diamond Harbor), ক্যানিং (Canning) ও নামখানা (Namkhana) থেকে বেশি রাতে শিয়ালদহে (Sealdah) পৌঁছাবে এই তিনটি ট্রেন। গন্তব্যস্থলে পৌঁছনোর আগে সব স্টেশন এবং হল্টেই থামবে এই ট্রেনগুলি। ডায়মন্ড হারবার থেকে ট্রেন ছাড়বে রাত ১টায়, যা শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২৭ মিনিটে। অন্যদিকে, ক্যানিং থেকে ট্রেন ছাড়বে রাত ১ টায়, যা শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ৫ মিনিটে এবং নামখানা থেকে ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। এই ট্রেনটি শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২০ মিনিটে।
পঞ্চায়েত নির্বাচন যেহেতু গ্রামকেন্দ্রিক, তাই প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় ভোট কর্মীদের। এছাড়া ভোটের দিন এমনই যানবাহনের তেমন পরিষেবাও পাওয়া যায়না। ফলে নির্বাচনের দিন ভোটকর্মীদের ভোটের কাজ সেরে বাড়ি ফেরা নিয়ে বেশ চিন্তা থাকে। এই বিষয় নিয়েই এবার দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার পঞ্চায়েতের নির্বাচনী অফিসার ও জেলাশাসকের অনুরোধ, ভোটকর্মীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবার। এই অনুরোধে মান্যতা দিয়েই পঞ্চায়েত নির্বাচনের দিন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় ভোটকর্মীদের জন্য।
প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে এখনও বজায় রয়েছে ধোঁয়াশা। বহু জলঘোলার পর কেন্দ্রমন্ত্রকের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তবে এখনও রাজ্যে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি। যদিও সূত্রের খবর, বকেয়া বাহিনী কবে আসবে সে ব্যাপারে জিজ্ঞেস করার জন্য কেন্দ্রীয় বাহিনীর মডেল অফিসার এসসি বুদাকোডিকে (Model Officer SC Budakodi) চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে , কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয় আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্যে এসে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী। তবে ৪৮৫ কোম্পানি আসতে কিছুটা সময় লাগবে। তবে নির্বাচনের দুদিন আগে বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অন্ধকারে কমিশন।
- Related topics -
- রাজনৈতিক
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড
- শিয়ালদহ
- পঞ্চায়েত নির্বাচন
- নির্বাচন কমিশনার
- নির্বাচন
- রাজ্য