রাজ্যের ১০০টি স্টেশনে সিসিটিভি বসাচ্ছে রেল। ভোটের আগেই জারি বাড়তি নজরদারি।

Monday, December 21 2020, 11:32 am
highlightKey Highlights

নির্বাচনের আগেই ট্রেন ও স্টেশনে নজরদারি বাড়াচ্ছে রেল। অপরাধী ও সন্দেহজনক সামগ্রীর উপর নজর রাখতে এবার রাজ্যের বিভিন্ন স্টেশনকে ইন্ট্রিগেটেড সিকিউরিটি সিস্টেমে মুড়ে দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে হাওড়া ডিভিশনের ৩০টি, শিয়ালদহের ৩১টি, আসানসোলের ২৫টি ও মালদহের ১৫টি স্টেশনকে নির্বাচিত করে কাজ শুরু হচ্ছে। নির্বাচিত স্টেশনগুলিতে বসানো হচ্ছে সিসিটিভি। ১৬০ ডিগ্রিতে ঘুরবে এমন আধুনিক ক্যামেরা বসানোর পাশাপাশি প্রয়োজনীয় স্টেশন গুলিতে হ্যান্ড ব্যাগেজ স্ক্যানারও লাগানো হবে। জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের লিলুয়া, শ্রীরামপুর, শেওরাফুলি, চন্দননগর, ব্যান্ডেল, রামপুরহাট, বোলপুর, পাকুড়–সহ বিভিন্ন স্টেশন রয়েছে তালিকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File