পরিবহন

ট্রেনে যাত্রা করার সময় এই জিনিসগুলি নিয়ে উঠলেই জরিমানা, এমনকি হতে পারে জেল, জেনে নিন সেগুলি কী

ট্রেনে যাত্রা করার সময় এই জিনিসগুলি নিয়ে উঠলেই জরিমানা, এমনকি হতে পারে জেল, জেনে নিন সেগুলি কী
Key Highlights

রেলে যাত্রার সময় ভুলেও সঙ্গে নেবেন না এই জিনিসগুলি। একবার ধরা পড়লেই জরিমানার সঙ্গে হতে পারে হাজতবাস। জানেন কী সেই জিনিস।

রেলে যাত্রার সময় ভুলেও সঙ্গে নেবেন না এই জিনিসগুলি। একবার ধরা পড়লেই জরিমানার সঙ্গে সঙ্গে হতে পারে হাজতবাসও। সেই জিনিসগুলি কী তা না জানলে এখনি তা জেনে নিন।

রেল যাত্রার সময় এই জিনিসগুলি ভুলেও সাথে রাখবেন না

ট্রেনে গ্যাস সিলিন্ডার, যেকোনও ধরনের দাহ্য রাসায়নিক, বাজি, অ্যাসিড, দুর্গন্ধযুক্ত জিনিসপত্র, চামড়া বা ভেজা চামড়া, তেল, গ্রিস, ঘি, প্যাকেজে আনা এই ধরনের জিনিস ছাড়াও অন্য বস্তুকে ফুটো করে দিতে পারে, এমন জিনিস বা পণ্য রেলে ভ্রমণের সময় নেওয়া উচিত নয়। এত আপনার সঙ্গে সঙ্গে যাত্রীদেরও ক্ষতির আশঙ্কা থাকে। 

সবথেক বড় বিষয়, রেলে ভ্রমণের সময় নিষিদ্ধ জিনিস বহন করাও একটি অপরাধ। যাত্রীরা যদি ভ্রমণের সময় এই নিষিদ্ধ জিনিসগুলিবহন করে থাকেন, তাহলে রেলওয়ে আইনের 164 ধারার অধীনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।