বিজ্ঞান ও প্রযুক্তি

এই প্রথম নাসার চন্দ্রাভিযানের জন্য ভারতীয় বংশোদ্ভূতকে মহাকাশচারী হিসেবে বেছে নিল নাসা।

এই প্রথম নাসার চন্দ্রাভিযানের জন্য ভারতীয় বংশোদ্ভূতকে মহাকাশচারী হিসেবে বেছে নিল নাসা।
Key Highlights

নাসার চন্দ্রাভিযানের জন্য বেছে নেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত রাজা জন ভুরপুতুর চারিকে। এর আগে নাসার মহাকাশ অভিযানে দুই ভারতীয় মহিলাকে বেছে নেওয়া হয়েছিল। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত পুরুষকে মহাকাশচারী হিসেবে বেছে নিল নাসা। ৪১ বছর বয়সি চারি এর আগে মার্কিন বায়ুসেনার টেস্ট পাইলট ছিলেন। সেখান থেকে ২০১৭ সালে তাঁকে মহাকাশ অভিযান বিষয়ক প্রশিক্ষণের জন্য বেছে নেয় নাসা। ২০১৭ সালের অগাস্ট থেকে প্রশিক্ষণ শুরু হয়। এই প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর এবার মহাকাশে যাওয়ার জন্য নির্বাচিত হলেন তিনি। চাঁদে মানুষের উপস্থিতি বাড়ানোই নাসার লক্ষ্য। ভবিষ্যতে মঙ্গল সহ মহাকাশের বিভিন্ন জায়গায় মহাকাশচারী পাঠানোরও পরিকল্পনা করা হচ্ছে।