MiG 29K: গোয়ার কাছে বিধ্বস্ত ভারতীয় নৌ সেনার ফাইটার বিমান!

Wednesday, October 12 2022, 8:12 am
highlightKey Highlights

গোয়ার উপকূলের কাছে সমুদ্রে ভেঙে পড়ল নৌ সেনার মিগ ২৯কে ফাইটার বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট।


নৌবাহিনীর একটি MiG-29K যুদ্ধবিমান গোয়ার উপকূলে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। পাইলট অল্পের জন্য রক্ষা পান। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

বুধবার সকালে এ ঘটনা ঘটে। গোয়ার উপকূলে সাগরে ঘাঁটিতে ফেরার সময় ফাইটার জেটটি হঠাৎ করেই প্রযুক্তিগত ত্রুটির সৃষ্টি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু অনুসন্ধান শুরু হলে উদ্ধারকারী দল পাইলটকে খুঁজে পায়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝতে পেরেছিলেন মিগ ২৯কে’র পাইলট। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারে (ATC) খবর পাঠান তিনি। যার পরই দ্রুত পদক্ষেপ করা হয়। গোয়ার নৌ সেনা ঘাঁটি থেকে সঙ্গে সঙ্গে একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার পাঠানো হয় পাইলটকে নিরাপদে বের করে আনার জন্য। সবমিলিয়ে নৌ সেনার তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File