Indian Navy | ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি নামের দু’টি জাহাজ

এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নৌবাহিনীর শীর্ষ অধিকর্তাদের উপস্থিতিতে এই আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি নামের দু’টি জাহাজকে কমিশন দেওয়া হল।
মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীতে আরো দু’টি জাহাজ যুক্ত হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নৌবাহিনীর শীর্ষ অধিকর্তাদের উপস্থিতিতে আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি নামের দু’টি জাহাজকে কমিশন দেওয়া হল। এই দুটি জাহাজই ৭৫ শতাংশেরও বেশি দেশীয় সামগ্রীতে তৈরি। ডুয়াল কমিশনিং ভারতের জাহাজ নির্মাণের ক্ষমতা ও প্রধান প্রতিরক্ষা শিপইয়ার্ডগুলোর মধ্যে বিপ্লব এনে দিয়েছে। আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা। আইএনএস নীলগিরি তৈরি করেছে মুম্বইয়ের মাজাগান বন্দর জাহাজ নির্মাণ সংস্থা।