MIG 21 | ৪০০টি দুর্ঘটনায় ২০০ জন পাইলটের মৃত্যুর কারণ! অবসর নিচ্ছে সেই মিগ ২১ যুদ্ধবিমান!
Tuesday, July 22 2025, 5:46 pm

ভালো ও মন্দের বিতর্কে থাকা সেই 'বুড়ো' যুদ্ধবিমান এবার নিতে চলেছে অবসর।
৬০ বছরে ৪০০টি দুর্ঘটনায় ২০০ জন পাইলটের মৃত্যুর কারণ ছিল এই মিগ ২১ যুদ্ধবিমান। তবে ভারতের এই যুদ্ধ বিমানই ছিল মুক্তিযুদ্ধ থেকে বালাকোট সহ একাধিক যুদ্ধে ভারতের সেনার ভরসা। ভালো ও মন্দের বিতর্কে থাকা সেই 'বুড়ো' যুদ্ধবিমান এবার নিতে চলেছে অবসর। পূর্বতন সোভিয়েত ইউনিয়ন জমানার বিমান নির্মাতা সংস্থা মিকোয়ান গুরেভিচ (সংক্ষেপে মিগ) অ্যারোস্পেস কর্পোরেশনের সেই যুদ্ধবিমান অবসর নিতে চলেছে। ভারতীয় সেনা সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরেই কর্মকাল শেষ হবে ‘বুড়ো’ মিগের। তার জায়গা নেবে নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- যুদ্ধবিমান