লাদাখ সীমান্তে প্রচুর অস্ত্র মজুত করছে ভারত। রয়েছে পাকিস্তান ও চিনের যৌথ হামলার আশঙ্কা!

Monday, December 14 2020, 8:51 am
লাদাখ সীমান্তে প্রচুর অস্ত্র মজুত করছে ভারত। রয়েছে পাকিস্তান ও চিনের যৌথ হামলার আশঙ্কা!
highlightKey Highlights

টানা ১৫ দিন লাদাখে যুদ্ধ চালাতে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ, বুলেট, গ্রেনেড, ল্যান্ডমাইন ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল-সহ প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করছে ভারতীয় সেনা।চিনের বিরুদ্ধে যে কোনও সময় বড় সংঘাত হতে পারে ধরে নিয়েই এই অস্ত্র মজুত করা হচ্ছে। সেনাবাহিনী মনে করছে, গোপনে বোঝাপড়া করেই একসঙ্গে হামলা চালাবে চিন ও পাকিস্তান। ভারত মনে করছে, দুই ফ্রন্টে যুদ্ধ হলে তা হবে ব্যাপকতর এবং গভীর। তাই পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণরেখায় এবং চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় জোড়া শত্রুর মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে অস্ত্রশস্ত্র মজুত রাখতে হচ্ছে সেনাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File