Indian Womens Team | ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বড়োসড়ো চোট, হুইলচেয়ারে মাঠ ছাড়লেন অরুন্ধতী

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গেলেন অরুন্ধতী রেড্ডি।
মেয়েদের ODI বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাঁর আগেই ভারতীয় শিবিরে চিন্তার ছায়া। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আচমকা গুরুতর চোট পেলেন অরুন্ধতী রেড্ডি। এদিন প্রস্তুতি ম্যাচে বোলিং করছিলেন অরুন্ধতী। লাফিয়ে এক হাত দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে তিনি মাঠে পড়ে যান।এরপর আর দাঁড়াতে পারেননি। প্রাথমিক চিকিৎসায়ও সুস্থ হননি তিনি। হুইলচেয়ারে করে মাঠ থেকে বেরোতে হয় তাঁকে। তাঁর ODI বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেলো।