ACC Men’s U19 Asia Cup 2024 । এশিয়া কাপের দল ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, নজরে বাংলার পেসার যুধাজিৎ

Wednesday, November 13 2024, 5:25 pm
ACC Men’s U19 Asia Cup 2024 । এশিয়া কাপের দল ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, নজরে বাংলার পেসার যুধাজিৎ
highlightKey Highlights

এ বারের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে আরব আমির শাহিতে। দলে থাকছেন বাংলার পেসার যুধাজিৎ গুহ।


অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতেই জায়গা করে নিয়েছেন বাংলার পেসার যুধাজিৎ গুহ। ইতিমধ্যেই, বাংলা ক্রিকেটে জুনিয়র স্তরে দাপট দেখিয়েছেন তিনি। দেশের মাটিতে তিনি অস্ট্রেলিয়ার যুব দলের বিরুদ্ধেও খেলেছেন। প্রসঙ্গত, টানা ৮ বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতে রেকর্ড করেছে ভারতীয় ক্রিকেট দল। ৫০ ওভারের এই টূর্ণামেন্টটি এবার অনুষ্ঠিত হবে আরব আমির শাহিতে। ৩০ নভেম্বর ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File