DRDO | ভারতীয় সেনার হাতে আসতে পারে DRDO-র নয়া মিসাইল সিস্টেম, নতুন মোড়কে সাজানো হবে ৮৪টি সুখোই, ৩০ MKI ফাইটার জেটকে!
Wednesday, July 2 2025, 6:57 am
Key Highlightsসেনার আত্মনির্ভরতা বাড়াতে আরও বেশ কিছু পদক্ষেপ করা হতে পারে বলেও খবর।
সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে ভারতের সেনা। জানা গিয়েছে, প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের আসন্ন সভায়, সেনাবাহিনীকে DRDO এর তৈরি কুইক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম QRSAM কেনার অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা হতে পারে। এর জন্য খরচ হতে পারে প্রায় ৩০ হাজার কোটি টাকা। এর পাশাপাশি সেনার আত্মনির্ভরতা বাড়াতে আরও বেশ কিছু পদক্ষেপ করা হতে পারে বলেও খবর। এই গোটা কর্মকাণ্ডের মধ্যেই ভারতীয় বায়ু সেনার হাতে থাকা ৮৪টি সুখোই, ৩০ এমকেআই ফাইটার জেটকে আধুনিক মোড়কে সাজানোর পরিকল্পনা হতে পারে।

