India vs Pakistan | T-20 বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান! ম্যাচ হারলেই কি সুপার এইটের লড়াই থেকে ছিটকে যাবে পাক দল? জানুন সমীকরণ!

Sunday, June 9 2024, 5:34 am
highlightKey Highlights

চলতি টি-২০ বিশ্বকাপের ১৯ নম্বর ম্যাচে মুখোমুখি খেলতে নামছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইতিমধ্যেই দুই দলের ক্রিকেটারদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে একেবারে কোমর বেঁধে নেমেছে মার্কিন মুলুকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা। উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইন্ডিয়া। অন্যদিকে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে পাকিস্তান ক্রিকেট দল খুব ভালো স্থানে নেই।


চলতি টি-২০ বিশ্বকাপের ১৯ নম্বর ম্যাচে মুখোমুখি খেলতে নামছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইতিমধ্যেই দুই দলের ক্রিকেটারদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে একেবারে কোমর বেঁধে নেমেছে মার্কিন মুলুকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা। উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইন্ডিয়া। অন্যদিকে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে পাকিস্তান ক্রিকেট দল খুব ভালো স্থানে নেই। দেখে নেওয়া যাক চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া-পাকিস্তান ক্রিকেট টিমের এই ম্যাচের সমীকরণ কেমন?


টিম ইন্ডিয়া :ভারত এবং পাকিস্তান দুটো দলই চলতি টি-২০ বিশ্বকাপের এ গ্রুপে রয়েছে। টিম ইন্ডিয়া আপাতত এক ম্যাচ খেলেছে এবং ২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। যদি ভারত এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, তাহলে টিম ইন্ডিয়ার সুপার এইটে ওঠার সম্ভাবনা কার্যত নিশ্চিত হয়ে যাবে। কারণ ভারতের নেট রানরেট অনেকটাই ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ফের চোট পেলেন রোহিত। এবার প্র্যাকটিসের সময় চোট পান হিটম্যান। চোট পাওয়ার পর ভারতীয় দলের মেডিকেল টিম রোহিতকে প্রাথমিক চিকিৎসা দেয়। জানা গিয়েছে, এদিন রোহিত শর্মা আঙুলে চোট পেয়েছেন। তার পরই তিনি গ্লাভস খুলে ব্যথায় কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে দলের মেডিকেল টিম রোহিতের চোটের জায়গার সুশ্রুষা শুরু করে দেন। 

Trending Updates


টিম পাকিস্তান :  পয়েন্ট টেবিলে পাকিস্তান ক্রিকেট দল অবশ্য খুব একটা ভালো জায়গায় নেই। পাকিস্তান আমেরিকার কাছে হেরে চার নম্বরে নেমে এসেছে। ভারতের বিরুদ্ধে এই ম্যাচটা পাকিস্তান যদি হেরে যায়, তাহলে বাবর আজমরা পরের রাউন্ডে যেতে পারবে কি না, সেটা নেট রানরেটের উপর নির্ভর করবে। যদি পাকিস্তান একতরফাভাবে এই ম্যাচে পরাস্ত হয়, তাহলে পয়েন্ট টেবিলে তারা একেবারে নীচে নেমে যাবে। এর পাশাপাশি সুপার এইটে ওঠার স্বপ্নেও জোর ধাক্কা খাবে পাকিস্তান। ভারতের পর পাকিস্তানকে একটি ম্যাচ কানাডার বিরুদ্ধে এবং অপর ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। যদি পাকিস্তান এই দুটো ম্যাচেই ভালো নেট রানরেট নিয়ে জয়লাভ করতে পারে এবং আমেরিকা পরের দুটো ম্যাচ হেরে যায়, তাহলে পাকিস্তান সুপার এইট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে।


প্রসঙ্গত, রবিবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচ যে মাঠে খেলা হবে অর্থাৎ নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারত অধিনায়ক আগের ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পরেই পিচ নিয়ে মুখ খোলেন। তবে রবিবারের ম্যাচের আগে নিউ ইয়র্কের পিচে যুদ্ধকালীন তৎপরতায় কিছু পরিবর্তন করা হয়। জানা গিয়েছে, পিচে ঘাসও রয়েছে, সেই সঙ্গে ফাটলও রয়েছে। এই ফাটল মেরামত করার চেষ্টা করছেন আয়োজকেরা। ফাটলের কারণেই অসমান বাউন্স তৈরি হচ্ছিল। পিচের উপর রোলার চালানো হয়। তাতে পিচ আগের থেকে অনেক পাটা হবে বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File