Afghanistan-India | ভূমিকম্পে তছনছ আফগান প্রদেশ, ত্রাণ পাঠালো ‘বন্ধু’ ভারত!
Monday, November 3 2025, 5:58 pm
Key Highlightsআফগান নাগরিকদের পাশে দাঁড়ালে ভারত। সেদেশে ত্রাণ পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
সোমবার ভোরে ৬.৩ রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেদেশে। শেষ পাওয়া খবর অনুযায়ী ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আড়াইশোরও বেশি মানুষ। এ অবস্থায় আফগানিস্তানে ত্রাণ পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। প্রাণহানি নিয়ে দুঃখপ্রকাশ করে জয়শংকর জানান, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারতীয় ত্রাণ সামগ্রী আজই হস্তান্তর করা হচ্ছে। এরপর ওষুধ সরবরাহ করা হবে।” উল্লেখ্য, এই নিয়ে তিন মাসে চতুর্থবার ভূমিকম্প হল সেদেশে।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
 - আফগানিস্তান
 - আফগান
 - ভূমিকম্প
 - ভূমিকম্প
 - ভারত
 

 