India-Pakistan Ceasefire | ভারত-পাকের মধ্যে সংঘর্ষবিরতি! কার্যত ভারতের কাছে মাথানত করলো ইসলামাবাদ!

Saturday, May 10 2025, 1:03 pm
India-Pakistan Ceasefire | ভারত-পাকের মধ্যে সংঘর্ষবিরতি! কার্যত ভারতের কাছে মাথানত করলো ইসলামাবাদ!
highlightKey Highlights

ভারত-পাকের মধ্যে সংঘর্ষবিরতি! শনিবার দুই দেশের DGMOর মধ্যে কথা হয়েছে।


কার্যত ভারতের কাছে মাথানত করলো পাকিস্তান! সংঘর্ষ বিরতিতে সম্মতি জানালো ভারত ও পাকিস্তান। শনিবার বিকেল ৫ টা ৫৬ মিনিটে একেবারে সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করলেন যে, গোলাগুলি বর্ষণ সহ সবধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এবং ইসলামাবাদ। জানা গিয়েছে, শনিবার দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের (DGMO) কথা হয়েছে। আগামী ১২ মে ফের সামরিক প্রধানরা শীর্ষ বৈঠক করবেন। আর এই ঘোষণার ঠিক আগেই ভারত সরকার সাফ জানিয়ে দেয়, কোনোরকম সন্ত্রাস সহ্য করবে না দেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File