World Press Freedom Index 2025 | সংবাদমাধ্যমের স্বাধীনতা রোধে এগিয়ে ভারত! কী বলছে সমীক্ষা?

Saturday, May 3 2025, 12:12 pm
highlightKey Highlights

‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ তথা আরএসএফ প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫১।


শনিবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ তথা আরএসএফ একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা যাচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকে ১৫১ নম্বরে রয়েছে ভারত। আরএসএফের মতে, ভারতে প্রতিবছর গড়ে দুই থেকে তিনজন সাংবাদিক খুন হন। সরকরের সমালোচনা করলে সাংবাদিকদের নিয়মিত অনলাইনে ট্রোলিং, ভয় দেখানো, শারীরিক আক্রমণ এমনকি নির্বিচারে গ্রেপ্তারেরও শিকার হতে হয়। তালিকায় ১৫৮ নম্বরে আছে পাকিস্তান, বাংলাদেশ ১৪৯, শ্রীলঙ্কা ১৩৯, নেপাল ৯০, আমেরিকা আছে ৫৭ নম্বরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File