India-America | শুল্কবানের পাল্টা প্রত্যাঘাত, আমেরিকা থেকে অস্ত্র-বিমান আর কিনবে না নয়াদিল্লি!

Friday, August 8 2025, 4:38 pm
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের এবার পালটা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।


রাশিয়া থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ভোটের ওপর দুদফায় মোট ৫০% শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই তা কার্যকর হবে। এবার আমেরিকাকে পাল্টা প্রত্যাঘাত করতে চলেছে ভারত। আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ছ’টি বোয়িং পি৮আই নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে, শুল্কবোমার জেরে আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File