ভারতীয়দের জন্য বিরাট চমক, জি-২০ প্রেসিডেন্সি মোদীর হাতে তুলে দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি
ভারতের কাছে এ এক গর্বের বিষয়। আগামী বছরের জন্য ভারতের হাতে তুলে দেওয়া হল জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সি।
বুধবার সম্মেলনের শেষ দিন ছিল। সেই ক্লোজিং সেরিমনিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইওডো ভারতের হাতে তুলে দেন প্রেসিডেন্সি। তিনি তা তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।
নরেন্দ্র মোদী বলেছেন যে, "ভারত এমন সময়ে জি-২০র দায়িত্ব নিল যে যখন বিশ্ব নানারকম সমস্যার মধ্যে রয়েছে। একদিকে রয়েছে অর্থনীতি ঠিক না থাকা, আবার খাদ্যের সমস্যা। রয়েছে শক্তির মূল্য। বাড়ছে খাবারের দাম। পাসাপাশি প্যান্ডেমিকের জেরে অসুস্থতার পরিমাণ বাড়ছে।"
তিনি এও বলেন যে এমন সময়ে, "বিশ্ব জি-২০ সম্মেলনের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে। আমি বলতে চাই যে ভারত জি-২০ সম্মেলনের দায়িত্ব নেবে তা হবে আগামী দিনের দিকে চেয়ে, অনেক ভালো সিদ্ধান্ত নেওয়া হবে, এবং প্রভাব ফেলবে তা বিশ্বের নানা প্রান্তে।"
ভারত পয়লা জানুয়ারি থেকে জি-২০র দায়িত্ব নেবে। মোদী এও বলেছেন যে এটা খুব গর্বের বিষয় যে ভারত জি-২০র মত সম্মেলনের দায়িত্ব নিচ্ছে। এবং এই সম্মেলন শুধু এক জাগায় দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে। বিভিন্ন শহর বিভিন্ন রাজ্যে তা অনুষ্ঠিত হবে।এটা সত্যি খুব গর্বের বিষয়।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, " আমাদের যারা অতিথি হবেন তাঁরা বুঝতে পারবেন যে দেশের মধ্যে বৈচিত্রের মধ্যে যে ঐক্য রয়েছে তা স্পষ্ট তাঁরা বুঝতে পারবেন। বুঝতে পারবেন আমাদের ঐতিহ্য কি জিনিস। আমাদের সংস্কৃতি যে কতটা সমৃদ্ধ তাও যারা এখানে আসবেন তাঁরা স্পষ্ট বুঝতে পারবেন। আমরা আশা করব যারা এই অনবদ্য আনন্দের মুহূর্তে ভারতে আসবেন তাঁরা নিসন্দেহে একটা আলাদা অনুভূতি পাবেন। আগামী এক বছরে আমি নিশ্চিত করে এটা বলতে পারি যে, জি-২০ অন্য রূপে ধরা দেবে সবার কাছে। অনেক নতুন ভাবনা চিন্তার উদ্ভাবন ঘটবে যা আগামির বিশ্বকে পথে দেখাবে। তবে এটা আমরা একা করব না সবাই নিলে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাব।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়া
- নরেন্দ্র মোদি
- জি-২০