India vs Bangladesh | গিলের গর্জনে পিছু হটলো বাংলাদেশ, সেঞ্চুরি করে থ্রেটের যোগ্য জবাব ভারতের

Thursday, February 20 2025, 6:00 pm
highlightKey Highlights

সামির পাঁচ উইকেট এবং শুভমান গিলের শতরানে ভর করে সহজেই বাংলাদেশকে হারিয়ে দিল ভারত।


দুবাইয়ে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হারলো 'শান্ত'র বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ১১৮ বলে ১০০ করে হৃদয়। তবে শেষরক্ষা হলো না। শামির ৫ উইকেটের দাপটে ৫০ ওভারের শেষে ২২৮ অল আউট হন মুশফিকর রহিমরা। ব্যাট করতে নেমে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা। কোহলি(২২) এবং আইয়ার(১৫) আউট হওয়ার পর বাকি কাজটা করেন শুভমান গিল। ১০১ রান করে জয় নিশ্চিত করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File