November Rule Change | ১লা নভেম্বর থেকে একাধিক নিয়মে বদল! মেরামতির জন্য বিদ্যাসাগর সেতু থেকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি!
প্রত্যেক মাসের মতো ১লা নভেম্বর থেকে বদল হবে একাধিক নিয়মে। যার মধ্যে রয়েছে জিএসটি নিয়ম, এলপিজির দামও। মেরামতি শুরু হবে বিদ্যাসাগর সেতুতেও। পরিকল্প ব্যবস্থায় কলকাতা পুলিশ।
আগামীকাল থেকে শুরু হচ্ছে নয়া মাস, নভেম্বর। প্রত্যেক বারের মতোই প্রতি মাসের পয়লা তারিখ থেকে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয় বা নয়া নিয়ম লাগু হয়। এর সরাসরি প্রভাব পড়ে আমজনতার পকেটে। ১লা নভেম্বর থেকেও বেশ কিছু নিয়মের বদল হতে চলেছে। যার মধ্যে রয়েছে জিএসটি নতুন নিয়ম (GST New Rules) থেকে শুরু করে এলিপিজি (LPG) সিলিণ্ডারের দাম এমনকি খাস কলকাতার (Kolkata) এক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যবস্থাও। ফলে এই সকল বিষয়ে ওয়াকিবহাল না থাকলে বিপদে পড়তে পারেন আপনি। জেনে নিন ১লা নভেম্বর থেকে কী কী নিয়ম বদল হতে চলেছে।
জিএসটি নতুন নিয়ম । GST New Rules :
ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC) অনুসারে, ১লা নভেম্বর থেকে বদল হবে জিএসটি নিয়ম (GST Rules)এ। জানা গিয়েছে, ১০০ কোটি টাকা বা তার বেশি টার্নওভারের ব্যবসাগুলিকে ১লা নভেম্বর থেকে ৩০ দিনের মধ্যে ই-চালান পোর্টালে জিএসটি চালান আপলোড করতে হবে। এই জিএসটি নিয়ম (GST Rules) সম্পর্কে সেপ্টেম্বর মাসেই এই সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল (GST Council)। তাই ওই পরিমাণ টার্নওভার থাকলে শীঘ্রই চালান আপলোড করতে হবে। না হলে জরিমানা হতে পারে।
এলপিজির দাম । LPG Price :
প্রতি মাসেরই প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। সংস্থাগুলির মতে, দাম বাড়তে পারে বা কমতে পারে। আবার অনেক সময় এলপিজির দাম (LPG Price) পরিবর্তনই হয়না। তবে অনেকের মতে, নভেম্বর থেকে কমতে পারে এলপিজির দাম। অবশ্য একে কারণ আর কিছু নয় রাজনৈতিক।
কিছুদিন পরেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম ও তেলেঙ্গানায় রয়েছে বিধানসভা নির্বাচন ২০২৩। যার ফলে অনেকের মত, ভোটের মুখে রান্নার গ্যাসের দাম কমতে পারে মোদি সরকার। উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, গত ১২মাসে এলপিজির দাম বেড়েছে ৪বার। আর দাম কমেছে মাত্র একবার। সব মিলিয়ে এই সময়ের মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম মোট ১৫০ টাকা বেড়েছে। যদি শুধুমাত্র গত ১২ মাসের দামের ওঠানামার দিকে তাকানো হয়, তাহলে এলপিজি-র দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে সরকার সেই দাম বৃদ্ধি নাও করতে পারে। বর্তমানে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯২৯ টাকা। দিল্লিতে এই দাম ৯০৩ টাকা। তবে কলকাতায় উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীরা ৬২৯ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন। তবে যারা এই সুবিধা পাচ্ছেন না তাদের পকেটে কম টান পড়তে চলেছে কিনা সেই দিকেই তাকিযে গ্রাহকরা।
ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ফি । Fees in Equity Derivatives Segment :
বম্বে স্টক এক্সচেঞ্জ গত ২০ই অক্টোবর ঘোষণা করে যে ১লা নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের ফি বৃদ্ধি হবে। এর ফলে খুচরো বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু এই ঘোষণার পরপরই তুমুল বিরোধ শুরু হয়। বিশেষ করে খুচরো বিনিয়োগকারী এবং ছোট ব্যবসায়ীদের উপর বিরূপ প্রভাব পড়ার কথা ভেবেই শুরু হয় অশান্তি। কিন্তু হাজারো বিরোধ হলেও এই সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। ফলে ১লা নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ফি দিতে হবে। উল্লেখ্য, ইক্যুইটি ডেরিভেটিভ হল একটি আর্থিক উপকরণ যার মূল্য অন্তর্নিহিত সম্পদের ইক্যুইটি আন্দোলনের উপর ভিত্তি করে। যেমন, একটি স্টক বিকল্প একটি ইক্যুইটি ডেরিভেটিভ, কারণ এর মূল্য অন্তর্নিহিত স্টকের মূল্যের গতিবিধির উপর ভিত্তি করে। বিনিয়োগকারীরা স্টকগুলিতে দীর্ঘ বা সংক্ষিপ্ত অবস্থান নেওয়ায় সম্পর্কিত ঝুঁকি কমানোর জন্য ইক্যুইটি ডেরিভেটিভ ব্যবহার করতে পারেন। ইক্যুইটি ডেরিভেটিভগুলি একটি বীমা পলিসির মতো কাজ করতে পারে। বিনিয়োগকারী ডেরিভেটিভ চুক্তির মূল্য পরিশোধ করে একটি সম্ভাব্য অর্থপ্রদান পায়, যা অপশন মার্কেটে প্রিমিয়াম হিসেবে উল্লেখ করা হয়।
ল্যাপটপ আমদানির ক্ষেত্রে বদল । Changes in Laptop Import :
১লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে ল্যাপটপ আমদানির ক্ষেত্রে নিয়মও। কেন্দ্রীয় সরকার ৩০সে অক্টোবর পর্যন্ত ৮৭৪১ ক্যাটাগরিতে ল্যাপটপ, ট্যাবলেট ও পার্সোনাল কম্পিউটার আমদানিতে ছাড় দিয়েছিল। তবে ১লা নভেম্বর থেকে কী ঘটবে সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অ্যামাজন কিন্ডার লিডার । Amazon Kinder Leader :
সম্প্রতি ই-কমার্স কোম্পানি অ্যামাজন (Amazon) জানায়, ১লা নভেম্বর থেকে তারা কিন্ডলে মোবি (mobi, azw, prc)-সহ কিছু সমর্থিত ফাইল মুছে অর্থাৎ ডিলিট করে দেবে। তাই যে সব কিন্ডল ব্যবহারকারী মোবি (mobi, azw, prc) ফাইল পাঠাচ্ছেন, তাঁরা নয়া এক সমস্যার মুখে পড়তে পারেন।
বিদ্যাসাগর সেতু । Vidyasagar Setu :
১লা নভেম্বর থেকে বেশ সমস্যায় পড়তে চলেছেন দ্বিতীয় হুগলি ব্রিজ দ্বারা যাতায়াত করা ব্যক্তিরা। কারণ বেশ কিছুদিন আগেই জানানো হয়েচিলো ১লা নভেম্বর থেকে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বা দ্বিতীয় হুগলি ব্রিজে মেরামতির কাজ শুরু হবে। ১লা নভেম্বর থেকে পরবর্তী আটমাস দ্বিতীয় হুগলি ব্রিজের মেরামতির আজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশন (HRBC)। এর ফলে ব্রিজের মেরামতির কাজ শেষ না হওয়া অবধি হাওড়া ও কলকাতামুখী পণ্যবাহী বড় ও মাঝারি গাড়ি চলাচলের ক্ষেত্রে বলবৎ হচ্ছে একাধিক নির্দেশিকা।
আরও পড়ুন : মেরামতির জন্য আগামী সাত মাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা পুলিশ!
কলকাতা পুলিশ (Kolkata Police)র তরফে জানা হয়েছে, ১লা নভেম্বর থেকে শুরু হবে এই ব্রিজ মেরামতির কাজ। যার ফলে প্রথম দফায় হাওড়াগামী ও দ্বিতীয় দফায় কলকাতাগামী ভারী ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী ও মাঝারি পণ্যবাহী যানবাহনের রুটের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হয়েছে। সূত্রের খবর, বন্দর এলাকা ছাড়া পশ্চিম দিক গামী ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি যেগুলি ডিএল খান রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের ওই রাস্তা থেকেই রুট বদল করে দেওয়া হবে। ঘুরে পথে এই গাড়িগুলি হাসপাতাল রোড থেকে কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, এসপ্ল্যানেড রো ইস্ট, ধর্মতলা ক্রসিং, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু হয়ে হাওড়া পৌঁছবে। এছাড়া কলকাতা পুলিশ (Kolkata Police) আরও জানিয়েছে, এজেসি বোস রোড ধরে এক্সাইড মোড় দিয়ে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলা মোড়, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, কলকাতা বন্দর থেকে যেসব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ক্লাইড রো থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া কেপি রোড থেকে যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে, তাদের হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ১লা নভেম্বর থেকে বিদ্যাসাগর সেতুর মেরামতির জন্য নিত্যযাত্রীদের যেমন অসুবিধা হবে তেমনই, চাপ বাড়বে শ্যামবাজার, ডানলপ, বিটি রোডের মতো রাস্তাগুলিতে।
- Related topics -
- দেশ
- লাইফস্টাইল
- ভারত
- রাজনৈতিক
- নির্বাচন কমিশন
- বিধানসভা নির্বাচন
- নরেন্দ্র মোদি
- এলপিজি
- জিএসটি
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- দ্বিতীয় হুগলি সেতু
- অ্যামাজন
- বিজ্ঞান ও প্রযুক্তি
- ল্যাপটপ
- বাণিজ্য
Contents ( Show )
- জিএসটি নতুন নিয়ম । GST New Rules :
- এলপিজির দাম । LPG Price :
- ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ফি । Fees in Equity Derivatives Segment :
- ল্যাপটপ আমদানির ক্ষেত্রে বদল । Changes in Laptop Import :
- অ্যামাজন কিন্ডার লিডার । Amazon Kinder Leader :
- বিদ্যাসাগর সেতু । Vidyasagar Setu :
- পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File