Char Dham Yatra | বানভাসি উত্তরাখন্ড, স্থগিত চারধাম যাত্রা, লাল সতর্কতা জারি প্রশাসনের
Sunday, June 29 2025, 6:03 am
Key Highlightsভারী বৃষ্টির কারণে ভূমিধস উত্তরাখণ্ডে। ব্যাহত চারধাম যাত্রা।
গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর বিভিন্ন পাহাড় থেকে ধস নেমেছে। অবরুদ্ধ রাস্তা। এর জেরে ২৯ জুন, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। রাস্তা বন্ধের জেরে হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ সহ বিভিন্ন স্থানে হাজার হাজার পুণ্যার্থী আটকে পড়েছেন। গারোয়াল ডিভিশনের পুলিশ কমিশনার বিনয়শঙ্কর পান্ডে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা অবধি অন্ধ থাকবে চারধাম যাত্রা।

