Ukraine-Russia | ইউক্রেনের হামলার পাল্টা, ৪০০ রুশ মিসাইল-ড্রোনের আঘাতে মৃত ৬ ইউক্রেনিয়ান, আহত প্রায় ৮০
Saturday, June 7 2025, 3:46 am
Key Highlights৪০০-র বেশি ড্রোন এবং অন্তত ৪০ মিসাইলের মাধ্যমে ইউক্রেনের ৯টি এলাকায় হামলা করেছে রাশিয়ার সেনা। এই হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব দিলো রাশিয়া। শুক্রবার রাতে প্রায় চার শতাধিক ড্রোন এবং মিসাইল নিয়ে ইউক্রেনের ৯টি এলাকায় অতর্কিতে হামলা করে রাশিয়ার সেনা। ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলার জেরে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে কিভের তিন জন দমকলকর্মী, চেরনিহিভের এক ব্যক্তি এবং লুৎস্কের দুই নাগরিক। আহত হয়েছেন প্রায় ৮০ জন। ৪০৭টি ড্রোন, ৬ ব্যালেস্টিক মিসাইল, ৩৮টির বেশি ক্রুজ় মিসাইল এবং একটি অ্যান্টি রেডার মিসাইলের মাধ্যমে হামলা করে রাশিয়া।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- রাশিয়া সরকার
- রাশিয়া প্রেসিডেন্ট
- ইউক্রেন
- আত্মঘাতী হামলা
- ড্রোন হামলা
- হামলা
- রকেট হামলা
- বিমান হামলা
- জঙ্গি হামলা

