Manipur | অসম রাইফেলসের কনভয়ে অতর্কিত হামলা, মনিপুরে শহীদ ২ জওয়ান, আহত অন্তত ৬
Friday, September 19 2025, 4:34 pm

শুক্রবার সন্ধ্যায় অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালাল বন্দুকবাজের দল। এই অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২ জওয়ান।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, এদিন মনিপুরের রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের উদ্দেশে আসছিল একটি ‘টাকা ৪০৭’ গাড়ি। অসম রাইফেলসের জওয়ানরা ছিলেন ওই গাড়িতে। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ নাম্বোল সবাল লেইকাই এলাকায় বন্দুকবাজের একটি দল অতর্কিতে কনভয়ে হামলা করে। এই অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২ জওয়ান। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। হামলার পরেই চম্পট দিয়েছে বন্দুকবাজেরা। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। হামলার খবর প্রকাশ্যে আসতেই শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।