Park Street | অ্যালেন পার্কের রাস্তায় ধস! পার্ক স্ট্রিট এলাকায় ব্যাহত যান চলাচল

কলকাতার অন্যতম জনবহুল রাস্তা পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের কাছে নামল ধস।
টানা বৃষ্টিতে নাজেহাল মহানগর। কলকাতার অর্ধেক রাস্তা জলমগ্ন। শনিবার অপেক্ষাকৃত কম ছিল বৃষ্টির দাপট। তার মধ্যেই ঘটলো বিপত্তি। এদিন রাতে কলকাতার অন্যতম জনবহুল রাস্তা পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের কাছে নামল ধস। তিন ফুট চওড়া জায়গা জুড়ে প্রায় পাঁচ ফুট গভীর গর্ত তৈরি হয় রাস্তার উপরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে ঘিরে ফেলে কলকাতা পুরসভার কর্মীরা। গাড়ি চলাচল নিয়ন্ত্রণে রাস্তায় নামে পুলিশ। কেউ আহত হয়নি। ওই এলাকায় মাটির নীচে দিয়ে কোনও ড্রেন আছে কি না, তা খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- পার্কস্ট্রিট
- ভূমিধস
- কলকাতা কর্পোরেশন