Kerala brain-eating amoeba । কেরলে ২ মাসে ৩ জনের প্রাণ কাড়লো ‘মস্তিষ্ক ভক্ষণকারী অ্যামিবা’!

Friday, July 5 2024, 1:18 pm
highlightKey Highlights

কেরলের মস্তিষ্কের বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হলো কিশোরের। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের।


কেরলের মস্তিষ্কের বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হলো কিশোরের। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। জানা গিয়েছে, দূষিত জল থেকে অ্যামিওবিক মেনিনজোএনসেফ্যালাইটিস সংক্রমণে আক্রান্ত হয়েছিল কেরলের ১৪ বছরের এই কিশোর (Kerala brain-eating amoeba)। স্বাস্থ্য দফতর জানিয়েছে, মৃদুল একটি ছোট পুকুরে স্নান করেছিল। সেখানকার দূষিত জলে থাকা নন-প্যারাসাইট অ্যামিবা ব্যাকটেরিয়া নাকের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করে। এই  ‘মস্তিষ্ক ভক্ষণকারী অ্যামিবা’ মস্তিষ্কে প্রবেশ করে সংক্রমণ ছড়ানোর পাশাপাশি ব্রেন টিস্যুকেও নষ্ট করে দেয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File