Hariyana | হরিয়ানার IPS এর আত্মঘাতী হওয়ার মামলায় SIT গড়ল চণ্ডীগড় পুলিশ, শুরু তদন্ত

Friday, October 10 2025, 4:30 pm
highlightKey Highlights

হরিয়ানার সিনিয়র পুলিশ অফিসার ওয়াই পূরণ কুমারের ‘আত্মহত্যা’ মামলার তদন্তের জন্য ছয় সদস্যের একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করল।


৭ অক্টোবর চণ্ডীগড় সেক্টর ১১এ বাড়ির বেসমেন্ট থেকে হরিয়ানার AGDP ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। পূরণ কুমারের স্ত্রী দাবি করেন তাঁর স্বামীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন সহকর্মীরা। নিহত অফিসারের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে জাতপাত তুলে অপমানের উল্লেখ ছিল। এই ঘটনায় তিন IAS সহ ১৫ জন আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের হয়। শুক্রবার এই মামলার তদন্তের জন্য ছয় সদস্যের একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করল চণ্ডীগড় পুলিশ। ‘সময়সীমার মধ্যে দ্রুত, নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File