Fighter Jet | ৪ বছরে ২০০টির বেশি রাশিয়ান বিমান আসবে ভারতীয় সেনার হাতে! বড় প্রস্তাব দিল পুতিনের দেশ
Friday, November 1 2024, 3:52 am
Key Highlightsভারত ২০০টির বেশি বিমানের অর্ডার দিলে ভারতে ফ্যাক্টরি তৈরি করে বিমান তৈরি করবে রুশ সংস্থাগুলো।
দেশের সামরিক শক্তি আরও হতে চলেছে শক্তিশালী। যৌথভাবে ট্যাঙ্ক, ট্যাঙ্ক বিধ্বংসী গোলার তৈরির পাশাপাশি যুদ্ধবিমান নিয়ে বড় প্রস্তাব দিল পুতিনের দেশ। ভারতের সঙ্গে যৌথভাবে ভারতেই রুশ বায়ুসেনার অন্যতম সেরা অস্ত্র “সুখোই ৭৫ চেকমেট” তৈরিতে আগ্রহী পুতিনের দেশ। ভারত ২০০টির বেশি বিমানের অর্ডার দিলে ভারতে ফ্যাক্টরি তৈরি করে বিমান তৈরি করবে রুশ সংস্থাগুলো। সেক্ষেত্রে আগামী ৪ বছরে ২০০টির বেশি বিমান ভারতীয় সেনার হাতে আসবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- বায়ুদূষণ
- সামরিক বাহিনী

